, সোমবার, ৬ মে ২০২৪

admin admin

অবশেষে বাদ পড়ল হলুদ কার্ড’ কান্ডের রেফারি অ্যান্তোনিও।

প্রকাশ: ২০২২-১২-১২ ১৪:০০:২৩ || আপডেট: ২০২২-১২-১২ ১৪:০০:২৬

Spread the love

দোহাঃ শেষ ষোলোয় আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচে কার্ডের বন্যা বইয়ে দেন স্প্যানিশ রেফারি অ্যান্তোনিও মাতেও লাহোজ।

বিশ্বকাপে টিকে থাকা দলগুলোর জন্য স্বস্তির খবর হলো, আর কোনো ম্যাচ পরিচালনার দায়িত্ব পাচ্ছেন না তিনি। সংবাদটি নিশ্চিত করেছে ইংলিশ গণমাধ্যম মেইল অনলাইন।

মেইল অনলাইনের প্রতিবেদনে বলা হয়, অ্যান্তোনিও লাহোজকে এই বিশ্বকাপের আর কোনো ম্যাচে দেখা যাবে না। কাতার থেকে তাকে স্পেন ফেরত পাঠিয়েছে ফিফা।

কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে সেমি নিশ্চিত করে আর্জেন্টিনা। সেই ম্যাচে মোট ১৮ জনকে হলুদ কার্ড দেখান অ্যান্তোনিও লাহোজ। তারমধ্যে ১০টি কার্ড দেখানো হয় আর্জেন্টিনাকে। খেলোয়াড়দের ৮ কার্ড, আর দুই কোচ লিওনেল স্কালোনি ও তার সহযোগীকে দুটি কার্ড দেখান লাহোজ।

নেদারল্যান্ডসের ৮ খেলোয়াড়কে হলুদ কার্ড দেখান তিনি। ম্যাচ শেষে রেফারি লাহোজের কড়া সমালোচনা করেন মেসি। তিনি বলেন, আমি রেফারির বিষয়ে কোনো কথা বলতে চাই না।
সুত্রঃ মানবজমিন।

Logo-orginal