, সোমবার, ৬ মে ২০২৪

admin admin

ছাদখোলা বাসে মেসিরা, সড়কের পাশে জনতার ঢল

প্রকাশ: ২০২২-১২-২০ ১৮:৫৯:৫৪ || আপডেট: ২০২২-১২-২০ ১৮:৫৯:৫৭

Spread the love

কাতার বিশ্বকাপ জিতে আর্জেন্টিনায় ফিরেছেন লিওনেল মেসি, ডি মারিয়ারা। আজ মঙ্গলবার স্থানীয় সময় রাত ২.২০ মিনিটে আর্জেন্টিনার এজেইজার মিনিস্ট্রো পিস্তারিনি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মেসিদের বহন করা বিমান।

দেশে ফেরার পর ছাদখোলা বাসে করে খেলোয়াড়দের বিমানবন্দ থেকে নিয়ে যাওয়া হয়েছে। প্রথমে মেসিদের নিয়ে যাওয়া হবে এএফএর স্টেডিয়ামে। সেখানে কয়েক ঘন্টা বিশ্রামের পর রাজধানীর বিখ্যাত ওবেলিস্ক মনুমেন্টের নিচে বিশ্বকাপজয়ীদের সংবর্ধনা দেওয়া হবে। এই মনুমেন্টের পাশে ইতোমধ্যেই জড়ো হয়েছেন অসংখ্য মানুষ।

এদিকে ছাদখোলা বাসে করে যাওয়ার পথে মেসি, ডি মারিয়াদের দেখতে সড়কের দুই পাশে ভিড় করেছেন লাখো জনতা। হাত নেড়ে তারা বিশ্বকাপজয়ীদের শুভেচ্ছা জানাচ্ছেন। মেসিরাও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দিচ্ছেন।

এর আগে গত রোববার ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। এর ফলে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতল তারা। আসরের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জিতেছেন মেসি, সেরা গোলরক্ষক হিসেবে গোল্ডেন গ্লাভস পেয়েছেন এমি মার্টিনেজ।

Logo-orginal