, বৃহস্পতিবার, ২ মে ২০২৪

admin admin

রাজধানীতে বিজয় শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ।

প্রকাশ: ২০২২-১২-১৭ ১৯:৩৪:৫৫ || আপডেট: ২০২২-১২-১৭ ১৯:৩৫:০৩

Spread the love

মহান বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার রাজধানীতে বিজয় শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। আজ বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে এ শোভাযাত্রা শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শোভাযাত্রা আওয়ামী লীগ নেতাকর্মীদের ঢল নেমেছে।

শোভাযাত্রাটি শাহবাগ, এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাব, কলাবাগান, মিরপুর রোড হয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।

রাজধানীতে এ বিজয় শোভাযাত্রার আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ। এতে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সহযোগী নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

ঢাকা মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা লাল-সবুজের সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় এসেছেন। কেউ কেউ বাংলাদেশের পতাকা হাতে শোভাযাত্রায় অংশ নিয়েছেন, অনেকের হাতে আছে আওয়ামী লীগের দলীয় পতাকা। অধিকাংশ নেতাকর্মী হেঁটে শোভাযাত্রায় অংশ নিলেও অনেকে আছেন ট্রাকে।

বিজয় শোভাযাত্রা রমনা এলাকা থেকে শুরু হলেও এর অপরপ্রান্ত প্রায় ধানমন্ডি ৩২ নম্বর ছুয়েছে। দীর্ঘ এ শোভাযাত্রায় সৃষ্টি করেছে বিজয়ের আবহ। তবে এতে জনভোগান্তিও সৃষ্টি হয়েছে। অনেক সাধারণ মানুষ হেঁটে তাদের গন্তব্যে পৌঁছাচ্ছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে শোভাযাত্রা দলের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফি ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি প্রমুখ অংশ নেন।

Logo-orginal