, বৃহস্পতিবার, ২ মে ২০২৪

admin admin

আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, ক্ষমা করিও সবাই’

প্রকাশ: ২০২৩-০১-২৩ ১৭:৪৮:১৯ || আপডেট: ২০২৩-০১-২৩ ১৭:৪৮:২২

Spread the love

রংপুরের কাউনিয়ায় সুরমা খাতুন (১৮) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার সোনাতন চিলমারী টারি গ্ৰাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সুরমা খাতুন মীরবাগ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। তিনি সোনাতন চিলমারী টারি গ্ৰামের সহিদুল ইসলামের মেয়ে।

ওই কলেজছাত্রীর লাশের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার জন্য সবাই দোয়া করিও। ক্ষমা করিও সবাই।’

মা দো না বেগম জানান, প্রতিদিনের মতো রোববার রাতে খাওয়া শেষে ঘরে ঘুমাতে যায় সুরমা। সোমবার সকালে মেয়েকে ডাকাডাকি কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে মেয়েকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে পরিবারের লোকজন এসে সুরমার মরদেহ মাটিতে নামায়। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

তিনি আরও বলেন, ‘রোববার রাতে মেয়ে আমাকে বলে, মা রেজাল্ট ভালো না হলে আমার ওপর রাগ করো না।’

কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) ফরহাদ মণ্ডল বলেন, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছি। মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত করছে।
সুত্রঃ আমাদের সময়।

Logo-orginal