, বৃহস্পতিবার, ২ মে ২০২৪

admin admin

ইসলামী আন্দোলনের জাতীয় সম্মেলন চলছে

প্রকাশ: ২০২৩-০১-০২ ১৩:০৪:৪৭ || আপডেট: ২০২৩-০১-০২ ১৩:০৪:৫১

Spread the love

(কালবেলা)– রাষ্ট্রব্যবস্থার সংস্কার, রাজনীতিতে গুণগত পরিবর্তন ও বৈষম্যহীন উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সম্মেলন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ সোমবার বেলা সোয়া ১১টায় এ সম্মেলন শুরু হয়েছে। সম্মেলন থেকে নির্বাচনকালীন জাতীয় সরকার প্রতিষ্ঠার দাবিসহ ১৫ দফা দাবিও উপস্থাপন করা হবে বলে জানিয়েছে দলটি।

সম্মেলনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, বিরোধী দল বিএনপিসহ নিবন্ধিত, অনিবন্ধিত এবং নিবন্ধনের জন্য আবেদন করেছে—এমন সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

সোহরাওয়ার্দী উদ্যানের এ সম্মেলনে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে দলটির এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ উপস্থিত থাকবেন। আওয়ামী লীগের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

Logo-orginal