, বৃহস্পতিবার, ২ মে ২০২৪

admin admin

ঘন কুয়াশা: শাহজালালে নামতে না পেরে ৪ ফ্লাইট গেল কলকাতা ও ইয়াঙ্গুনে।

প্রকাশ: ২০২৩-০১-৩০ ১২:০১:০০ || আপডেট: ২০২৩-০১-৩০ ১২:০১:০৩

Spread the love

ঘন কুয়াশার কারণে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি ৪টি ফ্লাইট। পরে সেসব ফ্লাইটের দুটি পাঠানো হয় কলকাতায়, আর দুটি অবতরণ করে ইয়াঙ্গুনে। আজ ভোর থেকেই শাহজালালে অচলাবস্থার সৃষ্টি হয়। সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কেটে গেলে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়। এ তথ্য জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম।

তিনি বলেন, সোমবার ভোরে ঘন কুয়াশার কারণে চারটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। এর মধ্যে দুটি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে এবং অপর দুটি ইয়াঙ্গুনে অবতরণ করেছে। সকাল সাড়ে ৯টার পর থেকে কুয়াশা কমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।

এদিকে দীর্ঘসময় ফ্লাইট অবতরণ না করায়, যাত্রীদের আত্মীয়-স্বজনদের অপেক্ষার ভোগান্তি পোহাতে হয়েছে। সকাল সাড়ে ৯টার পর একসঙ্গে বেশ কয়েকটি ফ্লাইট অবতরণ করলে শাহজালাল বিমানবন্দর এলাকায় যাত্রী ও স্বজনদের ভিড় দেখা গেছে।
সুত্রঃ মানবজমিন।

Logo-orginal