, শনিবার, ৪ মে ২০২৪

admin admin

লোহাগাড়ায় সৌদি প্রবাসী জাহেদ হত্যার বিচার চাই রেমিট্যান্স যোদ্ধারা।

প্রকাশ: ২০২৩-০১-০৫ ১৬:২০:৫৭ || আপডেট: ২০২৩-০১-০৫ ১৬:৩৩:৪১

Spread the love

চট্টগ্রামের লোহাগাড়ায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় নিহত সৌদি প্রবাসী আবু জাহেদের হত্যাকারীদের আটক করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানিয়েছে মধ্যপ্রাচ্যে কর্মরত সাতকানিয়া লোহাগাড়ার রেমিট্যান্স যোদ্ধারা।

এলাকায় জুয়া খেলার প্রতিবাদ করায় গত ৩০ ডিসেম্বর রাতে সাবেক সৌদি প্রবাসী আধুনগরের সাতগড়ের বাসিন্দা আবু জাহেদকে একই গ্রামের চিহ্নিত সন্ত্রাসী মামি হারুনের নেতৃত্বে রায়হান, জাহেদ ও ওমর ফারুক গং নির্মমভাবে পিটিয়ে হত্যা করে।

প্রবাসী আবু জাহেদর উপর হামলার সংবাদ গত মঙ্গলবার (৩ জানুয়ারী ) সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে, তীব্র প্রতিবাদ জানিয়ে আসামীদের দ্রুত আটক ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেছে সৌদিআরব, আমিরাত, কুয়েত,কাতার ওমান ও বাহরাইনে থাকা সাতকানিয়া-লোহাগাড়ার রেমিট্যান্স যোদ্ধারা।

গতকাল বুধবার রাতে মরহুমের জানাযায় উপস্থিত এলাকবাসীও আবু জাহেদ হত্যার ঘাতকদের ফাঁসী দাবী করে লোহাগাড়া থানা কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

উল্লেখ্য, চট্টগ্রাম শহরে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার মারা যান আবু জাহেদ, বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার পর নিহতের মরদেহ বাড়িতে পৌঁছালে পরিবারের লোকজনের কান্নায় আশপাশের পরিবেশ ভারি হয়ে ওঠে। বাড়ির উঠানে রাখা হয় নিহত জাহেদের মরদেহ।

এসময় দুই শিশু সন্তান কোলে নিয়ে স্বামীকে শেষবারের দেখতে আসেন স্ত্রী উর্মি সোলতানা সাদিয়া সাদেকা। স্বামীর লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি।

স্থানীয় প্রতিবেশীরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। একমাত্র উপার্জনক্ষম স্বামীকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন নিহত আবু জাহেদের স্ত্রী উর্মি সোলতানা সাদিয়া সাদেকা (২৮)। স্বামীর রেখে যাওয়া সংসারে দুই সন্তান রয়েছে। বড় ছেলে মো. ইয়াসিন (২), ছোট মেয়ে জাহেদ বিন ফাইজ্যা (১২ দিন )। স্বামীর হত্যাকারীদের ফাঁসি চেয়ে প্রশাসনের কাছে দাবী জানান।

এরপর রাত সাড়ে ৮ টার দিকে সাতগড় নয়াপাড়া শাহী জামে মসজিদ মাঠে জানাজা শেষে নিহত আবু জাহেদকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Logo-orginal