, সোমবার, ৬ মে ২০২৪

admin admin

ভূমিকম্পের ২২৮ ঘণ্টা পর মা ও দুই সন্তান উদ্ধার

প্রকাশ: ২০২৩-০২-১৬ ১২:১২:১৮ || আপডেট: ২০২৩-০২-১৬ ১২:১৪:২১

Spread the love

দক্ষিণ-পূর্ব তুরস্ক এবং উত্তর-পশ্চিম সিরিয়ায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের ২২৮ ঘণ্টারও বেশি সময় পর তুরস্কের আন্তাকিয়া শহরে এক নারী ও তার দুই সন্তানকে উদ্ধার করা হয়েছে।

রাষ্ট্রীয় মালিকানাধীন আনাদোলু নিউজ এজেন্সি জানিয়েছে, উদ্ধার হওয়া ওই নারীর নাম এলা এবং তার দুই সন্তানের নাম মেসাম ও আলী। তাদেরকে অ্যাপার্টমেন্ট ব্লকের ধ্বংসস্তূপ থেকে টেনে বের করা হয়েছে। এর আগে বুধবার ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে তুরস্কের কাহরামানমারাস শহরে ৭৪ বছর এবং ৪৬ বছরের দুই নারীকে উদ্ধার করা হয়।

ভূমিকম্পের পর ১১তম দিনের মতো উদ্ধার অভিযান চলছে। তবে এখন সারাদিন অভিযানের পর মাত্র দুই একটি মিরাকলের খবর পাওয়া যাচ্ছে। ফলে অনেক দেশই উদ্ধার অভিযান শেষ করার ঘোষণা দিয়েছে।
সুত্রঃ মানবজমিন।

Logo-orginal