, মঙ্গলবার, ৭ মে ২০২৪

admin admin

সুদানে দুই বাহিনীর লড়াইয়ে ২০০ জনের বেশী নিহত।

প্রকাশ: ২০২৩-০৪-১৮ ১২:২৯:৩৭ || আপডেট: ২০২৩-০৪-১৮ ১২:২৯:৪০

Spread the love

সুদানে সামরিক বাহিনী ও আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে তিন দিনের লড়াইয়ে প্রায় ২০০ মানুষ নিহত হয়েছেন। আহত ১ হাজার ৮০০ জন। সুদানে জাতিসংঘ মিশনের প্রধান এ তথ্য জানিয়েছেন।

দুই পক্ষের মধ্যে চলমান এ সংঘাতে দেশটির বিভিন্ন হাসপাতাল ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যাহত হচ্ছে সহায়তা কার্যক্রম।

ক্ষমতার দ্বন্দ্বে পক্ষ দুটির মধ্যে প্রায় এক সপ্তাহ ধরে উত্তেজনা চলছিল। এ উত্তেজনা গত শনিবার সংঘাতে রূপ নেয়।

চলমান সংঘাতের এক পক্ষে রয়েছেন সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। অপর পক্ষে আছেন আরএসএফের প্রধান সাবেক মিলিশিয়া নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগালো ওরফে হেমেদতি। এই দুই জেনারেল ২০২১ সালে একটি অভ্যুত্থানের মাধ্যমে সুদানের ক্ষমতা দখল করেছিলেন।
সুত্রঃ দৈনিক প্রথম আলো।

Logo-orginal