, রোববার, ৫ মে ২০২৪

admin admin

কুয়েত সিটির বিচ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশীরা।

প্রকাশ: ২০২৩-০৫-১০ ১২:৫৭:৫২ || আপডেট: ২০২৩-০৫-১০ ১২:৫৭:৫৫

Spread the love

মোঃ আলাল আহমদ, কুয়েত প্রতিনিধি:
গত শুক্রবার কুয়েতের রাজধানী কুয়েত সিটি বিচ এলাকায় পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে “নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন ও “কুয়েত বাংলাদেশ সেতুবন্ধন” গ্রুপ।

“বিচ ক্লিন কেম্পেইন”নামের এই ক্যাম্পেইনে অংশ নিয়েছে কুয়েত প্রবাসী একঝাঁক তরুণ বাংলাদেশী।

ক্যাম্পেইনটি পরিচালনা করেন- মো: খাইরুল ইসলাম, মেহেদি রুবেল, এস এ শাহাব, রনি গমেজ, মোশারফ হোসেন, রাশেদ ইসলাম কিং, সুমন হাসান, রিপন আলী,শামসুল ইসলাম সহ কুয়েত টিমের প্রাণপ্রিয় ভলান্টিয়ার ও সদস্যবৃন্দ ।

ক্যাম্পেইন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা তাদের মেন্টর জনাব “ইকবাল বাহার জাহিদ” স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তারা বলেন-প্রিয় মেন্টরের মানবিক শিক্ষায় আজ তারা মানবিক ও সামাজিক কাজ করার উৎসাহ পান।

ক্লিন কেম্পেইনের মাধ্যমে পরিবার,সমাজ,দেশ ও বিশ্বকে ক্লিন করার মধ্য দিয়ে একটি সুন্দর পৃথিবী গড়তে চাই” অঙ্গীকারের মধ্য দিয়ে ক্যাম্পেইনের সমাপ্তি ঘটে।

Logo-orginal