, বৃহস্পতিবার, ২ মে ২০২৪

admin admin

সিটি নির্বাচনে প্রার্থী দিয়ে ক্ষমতাসীনদের নির্বাচন পদ্ধতিকে বৈধতা দান হবে গনতন্ত্রের পিঠে চুরিকাঘাত।

প্রকাশ: ২০২৩-০৫-০৯ ১২:৩৮:২৫ || আপডেট: ২০২৩-০৫-০৯ ১২:৩৮:২৯

Spread the love

আরটিএমনিউজ ডেস্কঃ নির্বাচন বর্জন করে কেয়ার টেকার সরকারের দাবী শক্তিশালী করা সকল রাজনৈতিক দল ও জনগণের নৈতিক দায়িত্ব।

কারণ, গনতন্ত্র তথা জনগণের মৌলিক অধিকার আদায়ে ঐক্যবদ্ধ শক্তিই পারে জনদাবী আদায় করতে।

কিন্তু কিছু নাম সর্বস্ব দল, স্বতন্ত্র প্রার্থী ও একটি কথিত ইসলামী দল সিটি নির্বাচনে প্রার্থী দিয়ে ক্ষমতাসীনদের নির্বাচন পদ্ধতিকে বৈধতা দান হবে গনতন্ত্রের পিঠে চুরিকাঘাত।

আশির দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ডান, ইসলামপন্হী ও বামদের ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল ছিল স্বৈরাচারের বিদায় ও গনতন্ত্রের পুনরুদ্ধার।

১৯৭১ থেকে ২০২৩ সাল, তথা মুক্তিযুদ্ধ থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলন” সকল জনস্বার্থের আন্দোলনে লাখো লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত সফলতা মুখ-থুবড়ে পড়ে, যখন কিছু রাজনৈতিক দল নিজেদের সুবিধা আদায়ে জনস্বার্থকে জলাঞ্জলি দিয়ে নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত থাকে।

ঠিক সে দৃশ্য আজ দেশের সিটি কর্পোরেশনের নির্বাচনে দেখা যাচ্ছে।

অন্যদিকে, বিএনপির মত রাজনৈতিক দল গত ১ যুগে সরকার বিরোধী আন্দোলনে চালকের আসনে বসতে পারেনি, পারেনি জনগন ও বিভিন্ন রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে আন্দোলন চাঙা করতে, বিদেশী কূটনীতিক নির্ভরতা কখনো জন আন্দোলনের মত সফলতা দিতে পারেনা, বরং জনমনে এর প্রভাব পড়ে আর আন্দোলন ব্যর্থতার মুখ দেখে, বিএনপির বেলায় ঘটেছেও তাই।

তবে, আওয়ামী লীগের রাজনৈতিক, প্রশাসনিক, স্থানীয় পেশীশক্তির নিকট অসহায় বিএনপি, জামায়াতসহ সকল সরকার বিরোধী রাজনৈতিক দল, মিডিয়া ও বিভিন্ন সংস্থা।

হামলা, মামলা, গুম ও অপহরণের ভয়ে বিগতদিনে কোন আন্দোলনই সফল হয়নি।

আগামী দিনে জনবিহীন কোন আন্দোলন যে সফল হবেনা, সে উপলব্ধি চোখ বুঝে করা যায়।

আগামীর সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কেয়ার টেকার সরকারের বিকল্প নেই,

সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, বিচারপতি হাবিবুর রহমান ও লতিফুর রহমানের তত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ সরকার পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছিল।

তাই দলমত নির্বিশেষে ঐক্য গড়ে গণ আন্দোলনের মাধ্যমে দাবী আদায় করে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।
✍️আবু আবদুল্লাহ।

Logo-orginal