, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin admin

আফ্রিকার বিখ্যাত খ্রিস্টান ধর্মযাজকের ইসলাম গ্রহণ।

প্রকাশ: ২০২৩-০৬-৩০ ১৩:২০:১৩ || আপডেট: ২০২৩-০৬-৩০ ১৩:২০:১৬

Spread the love

ইসলামের ইতিহাসে বিভিন্ন ধর্মের বিশিষ্ট ব্যক্তিদের ইসলাম গ্রহণের ঘটনা বেশ আলোচিত।

বিশ্বের সবচেয়ে দ্রুত বিস্তারলাভকারী ধর্ম ইসলাম। ইসলামের অনুসারীদের বিপুল সংখ্যা এবং বিশ্বের সর্বত্র ইসলামের উপস্থিতিই এ কথার প্রমাণ বহন করে। যুক্তরাষ্ট্রভিত্তিক পিউ রিসার্চ সেন্টারের এক সমীক্ষায়ও এটা ওঠে এসেছে যে, বিশ্বের অন্যান্য ধর্ম অপেক্ষা ইসলামই সবচেয়ে দ্রুত বিস্তার লাভ করছে। জনপ্রিয়তার বিচারেও ইসলামই সর্বশীর্ষে। সমীক্ষায় প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০৫০ সাল নাগাদ ইসলাম ধর্মবিশ্বাসীদের সংখ্যা দাঁড়াবে ২.৮ বিলিয়ন। এটা হবে বিশ্বের মোট জনসংখ্যার ৩০ শতাংশ।

এমনি কিছু মহামানবদের একজন হলেন ইব্রাহিম রিচমন্ড, তিনি দক্ষিণ আফ্রিকার একজন প্রাক্তন খ্রিস্টান ধর্মযাজক, যিনি সম্প্রতি ইসলাম গ্রহণ করেছেন।

তার ইসলাম গ্রহণের ঘটনা পুরো বিশ্বের খৃষ্টান সম্প্রদায়ের নিকট আলোড়িত, আশ্চর্য্য ও হতবাক হয়েছেন ধর্ম জাযকরা।

তিনি খুবই ভাগ্যবান যে, তাকে এই বছর বাদশাহ সালমান হজ কর্মসূচির অংশ হিসেবে হজ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল, এবং তিনি বর্তমানে হজ সম্পন্ন করে মক্কায় অবস্থান করতেছেন।

নও মুসলিম ইব্রাহীম রিচার্ড বলেছেন, তিনি নানান স্বপ্ন দেখার ৩ মাস পর ইসলাম গ্রহণ করেন।

তিনি নিজেকে খুবই ভাগ্যবান যে, তাকে ইসলামের জন্য আল্লাহ কবুল করেছেন।

তার গির্জায় প্রায় ১০০,০০০ খ্রিস্টানের নিয়মিত যাতায়াত ছিল,যারা তাকে তাদের যাজক হিসেবে মেনে চলতেন।

Logo-orginal