, বৃহস্পতিবার, ২ মে ২০২৪

admin admin

পটিয়ায় কলেজ ছাত্র হত্যার প্রতিবাদে মানব বন্ধন,ক্ষোভে পুষছে এলাকাবাসী।

প্রকাশ: ২০২৩-০৬-০৪ ২১:২৪:৪০ || আপডেট: ২০২৩-০৬-০৪ ২১:২৪:৪৩

Spread the love

এইচ এম জাবেদ, চট্টগ্রাম: পটিয়ায় এক কলেজ ছাত্রকে নৃশংস হত্যার প্রতিবাদে পটিয়া কলেজ চত্বরে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২রা জুন অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জনাব মোজাম্মেল হক, শিক্ষক পরিষদের সম্পাদক জনাব কাজী দিদারুল আলম ও পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক আবদুল হান্নান,সহ সভাপতি এস এম তানিম,রেজাউল করিম,দিহান,নিহত সাহেদ এর মা বেবি আক্তার ও মেজ ভাই পারভেজ সহ পটিয়া কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।নিহত সাহেদ পটিয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রণির ছাত্র ছিল।

কলেজের চলমান মডেল টেস্ট পরীক্ষার অনুষ্ঠিত ২টি পরীক্ষায় সে অংশ নিয়েছিল।

উল্লেখ্য গত ২জুন বৃহস্পতিবার রাতে নিহত সাহেদের সাথে এলাকার উঠতি কিশোর গ্যাং এর মধ্যে কথা কাটাকাটি হয়।

নিহত সাহেদের মেজ ভাই রেজাউল জানান ৮/১০জন এলাকার চিহ্নিত বখাটে ও সন্রাসী মিলে আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করেছে ।

দীর্ঘক্ষণ খোঁজাখুজির পর বালির পাইপের নিচ থেকে সাহেদকে পাওয়া যায় এবং দ্রুত পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাহেদকে মৃত ঘোষণা করেন।

পটিয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এ ঘটনা নিয়ে একটি হত্যা মামলা হয়েছে, আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে।

Logo-orginal