, শুক্রবার, ৩ মে ২০২৪

admin admin

কুয়েতে অনির্বাণ শিল্পী গোষ্ঠীর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রকাশ: ২০২৩-০৭-০৮ ১২:০১:৫০ || আপডেট: ২০২৩-০৭-০৮ ১২:৩৯:৫১

Spread the love

কুয়েতে অনির্বাণ শিল্পী গোষ্ঠীর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

কুয়েতে অনির্বাণ শিল্পী গোষ্ঠীর উদ্যােগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সান্ধ্য অনুষ্ঠিত হয়েছে।

হাজারো বাংলাদেশী প্রবাসীদের উপস্থিতিতে অনির্বাণের পরিচালক জনাব শামসুদ্দোহার সভাপতিত্বে আরদিয়ার কায়েদ আল ফাখামার অডিটোরিয়ামে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েতের সভাপতি হাফেজ মাওঃ নুরুল আলম।

ঈদুল আজহা উপলক্ষে অনির্বান শিল্পী গোষ্ঠী কতৃক আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ মনজুরুল হক ও মোহাম্মদ জুনায়েদ।

শুক্রবার (৭ জুলাই) বিকাল ৫.৩০ মিনিটে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীর উপস্থিতিতে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন অনির্বাণের পরিচালক জনাব মোহাম্মদ শামসোদ্দাহা ।

হাফেজ হাম্মাদুর রহমানের সুন্দর কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মুল পর্ব শুরু হয়।

দুই পর্বে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে হামদ, নাত,দেশাত্মবোধক গান ও নাটিকা উপস্থাপন ছিল বেশ আকর্ষণীয় ।

প্রচুর বাংলাদেশী প্রবাসী ও কমিনিউটির বিভিন্ন শ্রেণীর পেশাজীবী, ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সময় টিভির সাংবাদিক ও বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি মঈনউদ্দীন সুমন, আর টিভির মোহাম্মদ জালাল, আরটিএম নিউজের আবুল কাশেম, ডিবিসি’র মহসিন পারভেজ, মোহাম্মদ কাওসার প্রমূখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কুয়েতের বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের স্বপরিবারে উপস্থিতি ছিল লক্ষণীয়।

সুশৃঙ্খল স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রমে সুন্দরভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন অতিথিরা।

Logo-orginal