, রোববার, ২৮ এপ্রিল ২০২৪

admin admin

ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ দল।

প্রকাশ: ২০২৩-০৭-১৬ ১৯:২৭:৩৮ || আপডেট: ২০২৩-০৭-১৬ ১৯:২৭:৪১

Spread the love

স্পোর্টস রিপোর্টার: মেয়েদের ৫০ ওভারের ক্রিকেটে ভারতের বিপক্ষে প্রথম জয় পেলো বাংলাদেশ। আজ (রোববার) তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতকে ৪০ রানে হারালো নিগার সুলতানা জ্যোতির দল।

মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে বাংলাদেশের ইনিংস শেষ হয় ১৫২/৯-এ। ইনজুরির কারণে ব্যাট করতে পারেননি স্বর্ণা আক্তার। সর্বোচ্চ ৩৯ রান করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

ওয়ানাউন ব্যাটার ফারজানা হক খেলেন ২৭ রানের ইনিংস। জবাবে ৩৫.৫ ওভারে ১১৩ রানে অলআউট হয়ে যায় ভারত। আগুনে বোলিংয়ে ৭ ওভারের স্পেলে ২৯ রানে চার উইকেট নেন টাইগ্রেস পেসার মারুফা আক্তার।

লেগস্পিনার রাবেয়া খানের শিকার তিন উইকেট। দুই অফস্পিনার নাহিদা আক্তার ও সুলতানা খাতুন নেন একটি করে উইকেট।

ওয়ানডে ক্রিকেটে এর আগে পাঁচ সাক্ষাতের প্রত্যেকটিতেই হার দেখেছিল টাইগ্রেসরা।
সুত্রঃ দৈনিক মানবজমিন।

Logo-orginal