, রোববার, ৫ মে ২০২৪

admin admin

সইডেনে ফের কুরআন পুড়ানোর চেষ্টা, তীব্র প্রতিবাদ ইরাকের।

প্রকাশ: ২০২৩-০৭-২২ ১৫:১৯:৫০ || আপডেট: ২০২৩-০৭-২২ ১৫:১৯:৫৩

Spread the love

সুইডেনে ফের কুরআন পুড়ানোর চেষ্টার প্রতিবাদে উত্তাল মুসলিম বিশ্ব, ইরাক সরকার বহিষ্কার করেছে সুইডিশ রাষ্ট্রদূতকে।

আল জাজিরা জানান, সুইডেনে কুরআন অবমাননার দ্বিতীয় অনুষ্ঠানের প্রতিবাদে হামলার একদিন পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়,ইরাক থেকে তাদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে স্টকহোমে।

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, “নিরাপত্তার কারণে দূতাবাসের কার্যক্রম এবং এর প্রবাসী কর্মীদের সাময়িকভাবে স্টকহোমে স্থানান্তরিত করা হয়েছে।”

শত শত ইরাকি, প্রধানত জনপ্রিয় শিয়া নেতা মুকতাদা আল-সদরের অনুসারী, বৃহস্পতিবার ভোরে মধ্য বাগদাদে দূতাবাসে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে ইরাকি সরকার সুইডিশ রাষ্ট্রদূতকে বহিষ্কার করে।

অন্যদিকে, সুইডেনের রাজধানী স্টকহোমে ইরাকি দূতাবাসের সামনে কুরআন পুড়ানোর চেষ্টার বিরুদ্ধে কঠোর হুশিয়ার দিয়েছে সৌদিআরব।

Logo-orginal