, বৃহস্পতিবার, ২ মে ২০২৪

admin admin

সিলেটে সমাবেশের সিদ্ধান্তে অনড় জামায়াত, কঠোর পুলিশ

প্রকাশ: ২০২৩-০৭-১৪ ১৯:৩৯:৩৮ || আপডেট: ২০২৩-০৭-১৪ ১৯:৩৯:৪২

Spread the love

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, ‘জামায়াতের সমাবেশে নাশকতার আশঙ্কা রয়েছে, তাই অনুমতি দেয়া হয়নি। তারপরও তারা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ কঠোরভাবে দমন করবে।’
অনুমতি না পেয়েও সিলেটে সমাবেশ করার সিদ্ধান্তে অনড় জামায়াতে ইসলামী। এ জন্য প্রস্তুতি নিচ্ছেন দলটির নেতাকর্মীরা।

অপরদিকে পুলিশ বলছে, নাশকতার আশঙ্কা রয়েছে, তাই সমাবেশের জন্য শনিবার জামায়াতের নেতাকর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে।

সমাবেশ ঘিরে শুক্রবার নগরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকালে সমাবেশস্থল রেজিস্ট্রারি মাঠ পরিদর্শনে এলে জামায়াত-শিবিরের সাত কর্মীকে আটক করা হয়। মাঠের আশপাশে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, ‘চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থেই নগরে মহড়া হচ্ছে। জামায়াতের সমাবেশে নাশকতার আশঙ্কা রয়েছে, তাই অনুমতি দেয়া হয়নি। তারপরও তারা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ কঠোরভাবে দমন করবে।’

জিজ্ঞাসাবাদের জন্য ওই সাতজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের শাস্তির পর রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ে দলটি। দীর্ঘদিন তারা সমাবেশের মতো প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করেননি।

কিন্তু সম্প্রতি অনুমতি পেয়ে ঢাকায় সমাবেশ করে জামায়াত। রাজধানীর পর সিলেটে কর্মসূচির তারিখ ঘোষণা করে দলটি।

সমাবেশের অনুমতি চেয়ে ৫ জুলাই সিলেট মহানগর পুলিশের কাছে আবেদন করে দলটি। পুলিশ ওই আবেদন নাকচ করে দেয়।

জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী বলেন, ‘আমরা সমাবেশের সব ধরনের প্রস্তুতি নিয়েছি। ১৫ দিন ধরে বিভাগজুড়ে প্রচার চালানো হচ্ছে। শান্তিপূর্ণ সমাবেশ করব। আশা করি, পুলিশ আমাদের সহযোগিতা করবে।’
উৎসঃ নিউজ বাংলা।

Logo-orginal