, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin admin

স্যালুট ইরাকের জনগণকে, তাদের চাপে সুইডেনের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে সরকার।

প্রকাশ: ২০২৩-০৭-২২ ১৯:৫৬:৪১ || আপডেট: ২০২৩-০৭-২২ ২০:০৬:১১

Spread the love

আবু আবদুল্লাহ: স্যালুট ইরাকের জনগণকে, তাদের চাপে সুইডেনের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে সরকার।

গত বৃহস্পতিবার (২০ জুলাই) পুনরায় সুইডিশ রাজধানী স্টকহোমে মুসলমানদের হৃদয় আল কুরআন পুড়ানোর উদ্যোগের প্রতিবাদে পুরো ইরাক জুড়ে বিক্ষোভে ফেটে পড়ে মুসলমানরা, এবং বাগদাদের সুইডিশ দূতাবাসে আগুন ধরিয়ে আম জনতা।

বাধ্য হয়ে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ইরাক সরকার, তাত্ক্ষণিকভাবে বহিস্কার করা হয় ইরাকে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূতকে।

ইরাক সরকার অন্যান্য মুসলিম দেশকে সুইডেনের সাথে সম্পর্ক ছিন্নের আহবান জানিয়েছেন।

সুইডিশ নাগরিক কতৃক জুলাই মাসে ২য় বারের মত কুরআন পোড়ানোর উদ্যোগের তীব্র নিন্দা জানিয়েছে, সৌদিআরব, কাতার, কুয়েত, তুরস্কসহ বিভিন্ন মুসলিম দেশ।

বাংলাদেশের সরকার প্রতিবাদ জানাবে কিনা জানিনা, তবে আমাদের দেশের কোটি কোটি তৌহিদী জনতা তীব্র নিন্দা ও ঘৃণা জানাচ্ছে সুইডেনের কুখ্যাত মুসলিম বিদ্বেষী হিংসুক সরকারকে।

Logo-orginal