, সোমবার, ৬ মে ২০২৪

admin admin

দেশের পথে কুয়েত প্রবাসী আলিমের মরদেহ।

প্রকাশ: ২০২৩-০৮-৩১ ০৮:০৯:১৫ || আপডেট: ২০২৩-০৮-৩১ ০৮:১০:৪৯

Spread the love

কুয়েতের আবদালিতে মোটর সাইকেল দূর্ঘটনায় নিহত আব্দুল আলিমের মরদেহ বাংলাদেশের পথে রয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে পৌছার কথা রয়েছে।

বুধবার (৩০ আগস্ট) সাবাহ হাসপাতালের মর্গে জানাযার নামাজ আদায় করে নিহতের স্বজনরা।

এরপর রাতে আল জাজিরার ফ্লাইটে চট্টগ্রাম পাঠানো হয় আবদুল আলিমের লাশ।

গত ২২ আগস্ট কুয়েতের আবদালি এলাকায় মোটর সাইকেল ও প্রাইভেট গাড়ীর সংর্ঘষে মোটর সাইকেল চালক আলিম ঘটনা স্থলে মারা যায় এবং সাথে থাকা দুই জন গুরুত্বর আহত হলে,তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত যুবক চট্টগ্রামের আনোয়ারা উপজেলার, ২ নং বারশত ইউনিয়নে, পশ্চিমচাল,নোয়াপাড়া গ্রামের জিন্নাত আলী বাড়ীর মৃত আব্দুস ছালামের ছেলে।

নিহতের মামা মোহাম্মদ শফি জানান, তার ভাগিনা লোহা গ্রীল ওয়াল্ডিং মেস্ত্রী, ঘটনার দিন তার সাথে দুই জন বাংলাদেশি সহকারী সহ কাজে যাওয়ার সময় পথে এই দূর্ঘটনা ঘটে।

৭ বছর আগে কুয়েতে আসে আমার ভাগিনা। একবারও দেশে যাওয়া হয়নি তার।

বর্তমানে তার মরদেহ দেশের পথে রয়েছে।

Logo-orginal