, শুক্রবার, ৩ মে ২০২৪

admin admin

সাঈদীর জানাযার দাবীতে শাহবাগে সংঘর্ষের ঘটনায় জামায়াতের ৫ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশ: ২০২৩-০৮-১৬ ১৮:৪১:১৩ || আপডেট: ২০২৩-০৮-১৬ ১৮:৪১:১৬

Spread the love

ঢাকাঃ মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ পিরোজপুরে নেয়ার সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ মোড়ে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষের ঘটনায় দলটির ৫ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

সরকারি কাজে বাধা, মারধর, গাড়িতে আগুন দেয়ার অভিযোগে মঙ্গলবার রাতে শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। মামলায় চারজনের নাম উল্লেখ করা হলেও বাকিদের অজ্ঞাত আসামি করা হয়। এ তথ্য জানিয়েছেন শাহবাগ থানার ওসি নূর মোহাম্মদ।

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা সাঈদী গত সোমবার রাতে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তার মৃত্যুর পরপর জামায়াত-শিবিরের কয়েক হাজার নেতাকর্মী বিএসএমএমইউতে ভিড় করেন।

ঢাকায় জানাজার দাবিতে তারা বিক্ষোভ করেন। এসময় মাওলানা সাঈদীর মরদেহ হাসপাতাল থেকে বের করতে গেলে পুলিশের সঙ্গে জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সুত্রঃ মানবজমিন।

Logo-orginal