, সোমবার, ৬ মে ২০২৪

admin admin

কুয়েতে প্রবাসীদের কাছ থেকে এক সপ্তাহে ৭ লক্ষ দিনার বকেয়া বিল আদায়।

প্রকাশ: ২০২৩-০৯-১২ ১৯:৪৩:২৪ || আপডেট: ২০২৩-০৯-১২ ১৯:৪৩:২৭

Spread the love

কুয়েতে প্রবাসীদের নিকট হতে এক সপ্তাহে ৭ লক্ষ দিনার বকেয়া বিল আদায়।

কুয়েত সিটি: দেশে গমন কালে প্রবাসীদের কাছ থেকে পানি ও বিদ্যুৎ মন্ত্রণালয় বকেয়া বিল বাবৎ সাত লাখ দিনার আদায় করেছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের এক টুইটে বলা হয়েছে যে, বিদেশীদের নিকট থেকে বকেয়া বিল আদায়ে গত এক সপ্তাহে প্রায় সাত লাখ দিনার আদায়ের রেকর্ড করেছে মন্ত্রণালয়।

স্থানীয় দৈনিক আল কাবাস জানিয়েছে যে, কুয়েত ত্যাগ বা ছুটিতে যাওয়ার আগে সকল বিদেশী নাগরিককে সব ধরনের বকেয়া বিল আদায় করার সরকারী সিদ্ধান্ত জারির পর রাজস্ব আয়ে রেকর্ড গড়েছে বিদ্যুৎ মন্ত্রণালয়।

প্রবাসীদের উচিৎ দেশে যাওয়ার আগে সব ধরনের বকেয়া বিল পরিশোধ করে অফিসিয়াল রিসিট সংরক্ষণ করা এবং নিরাপদে ছুটিতে যাওয়া।

Logo-orginal