, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin admin

বিদেশী কূটনীতিকদের যা বললেন পররাষ্ট্রমন্ত্রী”

প্রকাশ: ২০২৩-১০-৩০ ১৯:০৬:৫৮ || আপডেট: ২০২৩-১০-৩০ ১৯:০৭:০৩

Spread the love

২৮ অক্টোবর সারাদেশে বিএনপি নৈরাজ্য চালিয়েছে অভিযোগ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, নির্বাচন বানচাল করাই বিএনপির উদ্দেশ্য।

সোমবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিক, মিশনপ্রধান, জাতিসংঘের সংস্থা প্রধানদের সঙ্গে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিদেশিদের কাছে সরকারের অবস্থান তুলে ধরতে কূটনীতিকদের এ ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী। ব্রিফিংয়ে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন সংগঠিত সহিংসতা তাদের সামনে তুলে ধরা হয়েছে।

ব্রিফিংয়ে ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে যেসব ঘটনা ঘটেছে তার সরকারি ভাষ্য আন্তজার্তিক সম্প্রদায়ের কাছে তুলে ধরেছেন পররাষ্ট্রমন্ত্রী। এসময় ২৮ অক্টোবরের সার্বিক ঘটনার অডিও-ভিডিও উপস্থাপন করা হয়।

ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পররাষ্ট্র সচিব, মন্ত্রিসভার সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন।

ব্রিফিং শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ২৮ অক্টোবর বিএনপির তাণ্ডবের ব্যাপারে বিদেশি কূটনীতিকদের বিস্তারিত জানানো হয়েছে। এছাড়া ঘটনার অডিও-ভিডিও লিংকও দেওয়া হয়েছে।
সুত্রঃ যুগান্তর ।

Logo-orginal