, রোববার, ৫ মে ২০২৪

admin admin

কুয়েতে গাড়িতে অগ্নি দগ্ধ হয়ে কুয়েতি ও বাংলাদেশি নিহত।

প্রকাশ: ২০২৩-১১-০১ ১৪:১২:৩৩ || আপডেট: ২০২৩-১১-০১ ১৪:১২:৩৭

Spread the love

কুয়েত সড়ক দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছে একজন কুয়েতি ও একজন বাংলাদেশী যুবক।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে জাহারা শিল্প এলাকার সালমি রোডে ২ গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় দৈনিক পত্রিকা আল কাবাস।

তবে নিহত বাংলাদেশি যুবকের বিষয়ে ঢাকার একটি অনলাইন পোর্টাল থেকে তথ্য পাওয়া গেছে।

সুত্রে প্রকাশ কেরানীগঞ্জ মডেল থানাধীন রুহিতপুর ইউনিয়নের পূর্ব ধর্মশুর গ্রামের মোঃ কফিল উদ্দিন (কফু)র পুত্র মোঃ জাবেদ হোসেন কুয়েতে ৩১ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮ টায় উপসাগরীয় অঞ্চল প্রবাসী কুয়েতে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা গেছে, ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৩৫ বছর। মোঃ জাবেদ হোসেন দীর্ঘ বছর কুয়েতে দোকান- গোডাউন ভাড়া নিয়ে মৌসুমি ব্যবসা করতো। এক বছর পূর্বে ছুটিতে বাড়ি আসে ১ মাস ছুটি কাটিয়ে সকলের নিকট বিদায় নিয়ে কর্মস্থল প্রবাসী কুয়েতে চলে যায়।

জাবেদ হোসেন কুয়েতে এলপি গ্যাস সিলেন্ডার, ফল-পাকুড়, সব্জি ও কয়লার গুদাম ঘরে মালামাল সাপ্লায়ার হিসেবে অর্ডারের ধারাবাহিকতায় মালামাল নিজেই পৌঁছে দিতো অর্ডার নেওয়া দোকানে, দোকানে।

গতকাল কুয়েতে স্থানীয় সময় বিকেল ৫ টার সময় দ্রুতগামী দুই গাড়ীর সাথে সজোরে ধাক্কা লেগে গাড়িতে থাকা এলপি গ্যাস সিলেন্ডার বিস্ফোরণ ঘটে।

ঘটনা ঘটেছে কুয়েতের মরুভূমির প্রান্তরে। জানাগেছে ঘটনাস্থলে ৩ জন মারা যায়, জাবেদ হোসেনসহ ২ বাংলাদেশী ও ১জন কুয়েতি সেনাবাহিনী।

তবে কুয়েতের সোশ্যাল মিডিয়া ও পত্র পত্রিকা সুত্রে একজন নাগরিক ও একজন প্রবাসীর মৃত্যু বিষয় নিশ্চিত করা হয়েছে।

Logo-orginal