, মঙ্গলবার, ৭ মে ২০২৪

admin admin

রাজনীতির গোলামী করতে করতে আমরা নিজেদের জাত পরিচয়ই ভুলে গেছি: বহিষ্কৃত ছাত্রলীগ নেতা!

প্রকাশ: ২০২০-১২-০৮ ১৩:০৮:২২ || আপডেট: ২০২০-১২-০৮ ১৩:০৮:৩০

Spread the love

গতকাল ভাস্কর্য নিয়ে স্ট্যাটাস দেওয়ায় ছাত্রলীগ নেতা খালেদ খান রবিনকে বহিষ্কারের পর তার আরও একটি ফেসবুক স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে৷

সেই স্ট্যাটাসে খালেদ খান রবিন মনে করিয়ে দিয়েছেন,

রাজনীতির গোলামী করতে করতে আমরা নিজেদের জাত পরিচয়ই ভুলে গেছি।

রিয়েল সিলেটের পাঠকদের জন্য খালেদ খান রবিন এর ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:

“রাজনীতির গোলামী করতে করতে আমরা নিজেদের জাত পরিচয়ই ভুলে গেছি।

দিনশেষে ঐ হুজুর রাই আপনাদের জানাজার নাম পড়াবে, আপনার জন্য মাফ চাবে…….. আফসোস।”

এর আগে,সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাস্কর্য নিয়ে স্ট্যাটাস দেওয়ায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক খালেদ খান রবিনকে স্থায়ী বহিষ্কার করে ছাত্রলীগ! ছাত্রলীগের পক্ষ্য থেকে জানানো হয়,

সংগঠনের নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় খালেদ খান রবিন (ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা) কে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো।

একই অভিযোগে গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদদীন হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসাইনকে বহিষ্কার করেছে সংগঠনটি।

কবিরের বহিষ্কারের বিষয়ে বলা হয়েছে, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে,

সংগঠনের নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে কবির হোসাইন (যুগ্ম সাধারণ সম্পাদক, কবি জসীম উদদীন হল শাখা ছাত্রলীগ)-কে ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো। #সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত ।

Logo-orginal