, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

admin admin

বেতন-ভাতা, ইফতার, নামাজ সূচি নির্ধারণ নিয়ে বিক্ষোভ’ অতপর পুলিশের গুলি

প্রকাশ: ২০২১-০৪-১৭ ১৫:২৩:০১ || আপডেট: ২০২১-০৪-১৭ ১৫:২৪:৫৮

Spread the love

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা কয়লা তাপবিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ৫ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। নিহতরা হলেন- আহমদ রেজা (১৮), রনি হোসেন (২২), শুভ (২৪), মো. রাহাত (২৪) ও হাবিবুল্লাহ (১৯)।

শনিবার (১৭ এপ্রিল) সকাল ১১টার দিকে বেতন-ভাতার দাবিতে শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বাঁশখালী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া গুলিবিদ্ধ ৬ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বেতন-ভাতা, ইফতার, নামাজ সূচি নির্ধারণ, নিয়ে বিক্ষোভ শুরু করেন স্থানীয় শ্রমিকরা। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর তুমুল সংঘর্ষ শুরু হয়।

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেন, বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। ওই সংঘর্ষে পাঁচজনের মৃত্যুর খবর পেয়েছি। আহত হয়েছেন ২৫ শ্রমিক।

হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

Logo-orginal