, বুধবার, ১ মে ২০২৪

admin admin

কোচদের আচরণে আত্মহত্যা এক ক্রিকেটারের

প্রকাশ: ২০১৮-০২-২০ ২১:০৫:৫৫ || আপডেট: ২০১৮-০২-২০ ২১:০৫:৫৫

Spread the love

কোচদের আচরণে আত্মহত্যা এক ক্রিকেটারের
বয়স বেশি, তাই অনূর্ধ্ব-১৯ দলে রাখেননি নির্বাচকরা৷ বিষয়টি সহজভাবে মেনে নিতে পারেননি পাকিস্তানের সাবেক ক্রিকেটার আমির হানিফের বড় ছেলে মোহম্মদ জারায়েব৷ অভিমান ও হতাশা থেকে মুক্তি পেতে তিনি যে উপায় অবলম্বন করলেন তা কেউ কল্পনাও করেনি। যন্ত্রণা থেকে রেহাই পেতে এই ক্রিকেটার শেষমেষ আত্মহত্যার পথ বেঁছে নিলেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম ‘জিও নিউজ’-এর খবরে বলা হয়, গতকাল সোমবার ক্রিকেটার জরায়েব তার মডেল কলোনীর বাসায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।

খবরে বলা হয়, জারায়েব পাকিস্তানের সাবেক ক্রিকেটার আমির হানিফের ছেলে। হানিফ নব্বইয়ের দশকে পাকিস্তানের হয়ে পাঁচটি ওয়ানডে খেলেছেন। বাংলাদেশের ঘরোয়া ক্লাব ক্রিকেটেও একসময় ছিলেন নিয়মিত মুখ।

আমির হানিফ বলেন, ‘আমার ছেলে মানসিক বিষণ্নতায় ভুগছিল। কোচদের আচরণ তাকে আত্মহত্যা করতে বাধ্য করে। সুত্রঃ আমাদের সময় ।

Logo-orginal