, বুধবার, ১ মে ২০২৪

admin admin

নরসিংদীতে শাপলা কুড়াতে গিয়ে ভাইবোনসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু

প্রকাশ: ২০১৮-০৯-২২ ১৬:০৩:২৩ || আপডেট: ২০১৮-০৯-২২ ১৬:০৩:২৩

Spread the love

নরসিংদীতে শাপলা কুড়াতে গিয়ে ভাইবোনসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু
dav
নরসিংদী জেলার বেলাব উপজেলার ইব্রাহিমপুরে শাপলা কুড়াতে গিয়ে ভাইবোনসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- ভৈরব উপজেলার বাশগাঁড়ি গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে তামিম (৮), তার মেয়ে সামিরা ( ১১), নরসিংদী জেলার বেলাব উপজেলার ভাটেরচর এলাকার বাদল মিয়ার মেয়ে নীলা অাক্তার ইতি ( ১৯) ।

শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বেলাব উপজেলার ব্রহ্মপুত্র নদীতে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, অাজ দুপুরে একটি নৌকা করে ৭-৮ জন স্থানীয় ব্রহ্মপুত্র নদীতে শাপলা কুড়াতে যায়। হঠাৎ তাদের মধ্য থেকে একজন নৌকা থেকে লাফ দিতে গেলে নৌকায় পানি উঠে ডুবে যায়। তাৎক্ষণিক খবর পেয়ে স্থানীররা ৩ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে অাসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

এছাড়াও এ ঘটনায় অাহত হয়েছে ৩-৪ জন। তাদের মধ্য নরসিংদীর বেলাব উপজেলার সররাবাদ এলাকার মনির মিয়ার ছেলে নোমান, ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ এলাকার এমাদ মিয়ার মেয়ে সালমা অাহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অাব্দুল জলিল সিএনজি চালক জানান, স্থানীয়রা উদ্ধার করে অামাদের খবর দিলে অামার সিএনজি করে ভৈরব হাসপাতালে নিয়ে অাসি।

ভৈরব স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, নৌকা ডুবি ঘটনায় গুরুতর অাহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নিয়ে অাসলে তাদের মৃত্যু ঘোষণা করা হয় । এছাড়াও অাহত ২ জনের হাসপাতালে চিকিৎসা চলছে। উৎসঃ পুর্বপশ্চিম বিডি।

Logo-orginal