, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

admin admin

জেনে নিন বিশ্বের সবচেয়ে ধনী দেশ মোনাকোর অবস্থান

প্রকাশ: ২০১৮-১২-১২ ০৯:২২:৩৭ || আপডেট: ২০১৮-১২-১২ ০৯:২২:৩৭

Spread the love

মোনাকো ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র। এটি আয়তনে পৃথিবীর ২য় ক্ষুদ্রতম, এবং পৃথিবীর সর্বোচ্চ জনঘনত্ব-বহুল রাষ্ট্র। কেবল মাত্র ভ্যাটিকান সিটির আয়তন মোনাকোর চেয়ে কম।

দেশটির জনসংখ্যা আনুমানিক ৩২ হাজার। দেশটি ফ্রান্সের দক্ষিণ পূর্বে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত। ফরাসি ভাষা বহুল ব্যবহৃত। দেশের প্রধান প্রিন্স আলবার্ট।

এলাকা: ২০২ ha

ডায়ালিং কোড: +৩৭৭

মহাদেশ: ইউরোপ

মুদ্রা: ইউরো

জনসংখ্যা: ৩৮,৬৯৫ (২০১৭) বিশ্ব ব্যাংক

সরকারী ভাষা: ফরাসি ভাষা

পতাকা হুবহু ইন্দোনেশিয়ার মতো, তবে আয়তনে ভিন্নতা আছে। রাজধানী মন্টে কার্লো ক্যাসিনোর জন্য বিখ্যাত। বিশ্বের সবচেয়ে ধনী এই দেশটির মাথাপিছু আয় প্রায় ১ লাখ ৬৮ হাজার ডলার।

Logo-orginal