, বুধবার, ১ মে ২০২৪

Avatar rtm

চট্টগ্রামে ১০৩ কেন্দ্রে চলছে এইচএসসি পরীক্ষা

প্রকাশ: ২০১৯-০৪-০১ ১১:১৯:৩৭ || আপডেট: ২০১৯-০৪-০১ ১১:১৯:৩৭

Spread the love

সারাদেশের সঙ্গে একযোগে চট্টগ্রামে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। প্রথম দিনের পরীক্ষা হওয়ায় বেশিরভাগ কেন্দ্রেই পরীক্ষার্থীরা ১ ঘণ্টা আগে থেকে আসতে শুরু করে। এবারও বোর্ড কর্তৃক নির্ধারিত নিয়মে পরীক্ষার্থীদের কেন্দ্রের ভেতরে ঢুকতে হচ্ছে।

সোমবার (১ এপ্রিল) সকাল ১০টায় বাংলা ১ম পত্র পরীক্ষার মধ্য দিয়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে চট্টগ্রাম ছাড়াও কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানের ১০৩টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়।

চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্র জানায়, এবারের এইচএসসি পরীক্ষায় ২৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯৯ হাজার ৬৫১ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র সংখ্যা ৪৯ হাজার ৩৬৫ জন এবং ছাত্রী সংখ্যা ৫০ হাজার ২৮৬ জন।

মোট শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ২২ হাজার ৭৬২ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩৮ হাজার ৯৯৪ জন, মানবিক বিভাগ থেকে ৩৭ হাজার ৮৮১ এবং গার্হস্থ্য অর্থনীতি বিভাগ থেকে ১৪ জন অংশ নিচ্ছে।

মোট শিক্ষার্থীর সংখ্যা ৯৯ হাজার ৬৫১ জন হলেও এর মধ্যে নিয়মিত শিক্ষার্থী রয়েছে ৭১ হাজার ৯৩ জন।

বাকিদের মধ্যে অনিয়মিত ২৫ হাজার ৯৭৬ জন, মানোন্নয়ন ২ হাজার ৩৮২ জন এবং প্রাইভেট শিক্ষার্থী রয়েছে ২০০ জন।

Logo-orginal