, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

admin admin

কাঠফাঁটা রোদ উপেক্ষা করে ভিপি নুরকে দেখতে হাজার হাজার জনতার ভীড়

প্রকাশ: ২০১৯-০৬-০২ ১৩:৪০:২৮ || আপডেট: ২০১৯-০৬-০২ ১৩:৪০:২৮

Spread the love

পটুয়াখালীঃ সাধারণ মানুষদের জাগতে হবে, বৈষম্য নিয়ে কথা বলতে হবে। সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হলে আওয়ামী লীগ আর বিএনপির কোন হ্যাডাম থাকবেনা এমনটাই বলেছেন ডাকসু ভিপি নুরুল হক নুর।

ডাকসু ভিপি নির্বাচিত হয়ে প্রথম বার নিজের গ্রামের বাড়ি পটুয়াখালীর চর বিশ্বাস পৌঁছে এলাকাবাসীর সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

নুরুল হক বলেন, কৃষক ন্যায্য মূল্য পাচ্ছেন না। কৃষক এখন কৃষি কাজ ছেড়ে দিতে চাচ্ছে।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রাজা মিয়া। অনুষ্ঠানে নূরের পিতা মোঃ ইদ্রিস হাওলাদার সহ তার সফরসঙ্গীগন উপস্থিত ছিলেন। নূরের নিজের বাড়ি সফরে বিভিন্ন মহল থেকে বাঁধা প্রদান করার ইঙ্গিত থাকলেও তিনি নির্বিঘ্নে বাড়ি পৌঁছান।

এর আগে রবিবার সকালে ঢাকা থেকে লঞ্চযোগে তিনি পটুয়াখালীর চরকাজল লঞ্চ টার্মিনালে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয় এলাকাবাসী। সেখান থেকে বিশাল মোটর সাইকেল শোডাউনের মাধ্যমে তিনি তার এলাকা চরবিশ্বাসে পৌঁছান। পরে বাজারে এলাকাবাসীর পক্ষ থেকে তাকে গণ সংবর্ধনা দেয়া হয়। ছাত্র রাজনীতিতে তার এ আশাতিত সাফল্যের কারণে তাকে এক নজর দেখতে কাঠফাঁটা রোদ উপেক্ষা করে গণ সংবর্ধনা অনুষ্ঠানে ভীড় করে হাজার হাজার জনতা। #সংগৃহীত।

Logo-orginal