, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

এবার বিদেশি তেলের জাহাজ আটক করল ইরানি বিপ্লবী বাহিনী

প্রকাশ: ২০১৯-০৭-১৮ ১৮:১৪:৫৮ || আপডেট: ২০১৯-০৭-১৮ ১৮:১৪:৫৮

Spread the love

পারস্য উপসাগরের দক্ষিণ লারাক দ্বীপের কাছে ইরানি বিপ্লবী বাহিনী একটি তেলবাহী বিদেশি জাহাজ আটক করেছে। ওই জাহাজটিতে ১২ জন ক্রু রয়েছেন।

ইরানের দাবি, ১০ লাখ লিটার তেল চোরাচালান সন্দেহে পারস্য উপসাগরীয় এলাকায় জাহাজটি আটক করা হয়।

বৃহস্পতিবার ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে রাশিয়াভিত্তিক গণমাধ্যম স্পুটনিক এ খবর জানায়। তবে জাহাজটি কোন দেশের বা জাহাজের কী নাম তা বিস্তারিত জানানো হয়নি।

এ মাসে সিরিয়াতে তেল হস্তান্তর করতে যাওয়া ইরানের একটি তেলের জাহাজকে ব্রিটিশ নৌবাহিনী জাবাল আল-তারিক প্রণালীর কাছে আটক করে।

এ ঘটনায় ইরান পারস্য উপসাগরে বিট্রিশ জাহাজ আটক করে প্রতিশোধের হুমকি দিয়েছিল। এ ঘটনায় লন্ডন বলছে, ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে সিরিয়া তেল হস্তান্তর করায় তেল ট্যাংকার আটক করা হয়েছে। তবে ইরান ব্রিটিশদের হাতে আটক তাদের ওই জাহাজটির মুক্তির দাবি জানিয়েছে। উৎসঃ যুগান্তর ।

Logo-orginal