, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

Avatar Maftun

“নাটক হোক অহর্নিশ মানবিক উচ্চারণ” চট্টগ্রাম গ্রুপ থিয়েটার উৎসব ২০১৯

প্রকাশ: ২০১৯-১১-২৯ ১১:২৭:১১ || আপডেট: ২০১৯-১১-২৯ ১১:২৭:১১

বিনোদন প্রতিবেদক

চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম-এর উদ্যোগে আগামী ১ ডিসেম্বর চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে ১৪দিন ব্যাপী ‘গ্রুপ থিয়েটার উৎসব ২০১৯।
১ ডিসেম্বর বিকাল ৪টায় নগরীর এম এ আজীজ স্টেডিয়াম এর সম্মূখ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে গ্রুপ থিয়েটার উৎসব ২০১৯-এর কর্মসূচি।

সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে শেষে মিলনায়তনে নাটক ‘রোমিও জুলিয়েট’ পরিবেশন করবে তির্যক নাট্যগোষ্ঠী, ২ ডিসেম্বর অঙ্গন থিয়েটার ইউনিট পরিবেশন করবে নাটক ‘শেষ বিকেলের গল্প’, ৩ ডিসেম্বর নান্দীমুখ পরিবেশন করবে নাটক ‘তবুও মানুষ’, ৪ ডিসেম্বর প্রতিনিধি নাট্য সম্প্রদায় পরিবেশন করবে নাটক ‘রাজারাণী’, ৫ ডিসেম্বর গণায়ন নাট্য সম্প্রদায় পরিবেশন করবে নাটক ‘কমরেডস হাত নামান’, ৬ ডিসেম্বর কালপুরুষ নাট্য সম্প্রদায় পরিবেশন করবে নাটক ‘যদি আর একবার’, ৭ ডিসেম্বর উত্তরাধিকার পরিবেশন করবে নাটক ‘ফুল কুমারী’ ৮ ডিসেম্বর অ্যাঁভাগার্ড পরিবেশন করবে নাটক ‘ নবান্ন ফিরে আস’, ৯ ডিসেম্বর লোক থিয়েটার পরিবেশন করবে নাটক ‘ভল্লুক’ ১০ ডিসেম্বর কথক থিয়েটার পরিবেশন করবে নাটক ‘চিড়’, ১১ ডিসেম্বর নাট্যাধার পরিবেশন করবে নাটক ‘ইউএসটিসি বধ্যভূমি’, ১২ ডিসেম্বর সমীকরণ থিয়েটার পরিবেশন করবে নাটক ‘এই কি স্বাধীনতা’, ১৩ ডিসেম্বর প্রথম দিনে মিলনায়তনে অরিন্দম নাট্য সম্প্রদায় পরিবেশন করবে নাটক ‘দুতিয়ার চাঁন’, ও ১৪ ডিসেম্বর থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রাম পরিবেশন করবে নাটক ‘ইজ্জত’,।

এছাড়াও প্রতিদিন মুক্তমঞ্চে বৃন্দ আবৃত্তি, দলীয় নৃত্য, দলীয় সংগীত, পথনাটক, নাটকের গান, মূকাভিনয় সহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
এছাড়াও ১৩ ডিসেম্বর দিনব্যাপী নাট্যকর্মী সম্মিলন, এবং ১৪ ডিসেম্বর সমাপনি দিবসে শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে আলোক প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হবে।
১৪দিন ব্যাপী সামগ্রিক অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ।

Logo-orginal